১) অপ্রচলিত শক্তি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করল?
২) বর্তমানে বিশ্বের সবথেকে দামী ব্র্যান্ড কোনটি?
৩) আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব কোথায় আয়োজিত হবে?
৪) জম্মু-কাশ্মীর হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?
৫) কোন রাজ্য একক মহিলাদের (Single Mother) জন্য ১০০০ টাকা মাসোহারা ঘোষণা করল?
৬) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিজিটাল সার্ভিস এপ্লিকেশনটির নাম কী?
৭) কোন রাজ্য ই-ওয়ে বিল বাধ্যতামূলক করল?
৮) কোন রাজ্য হকি বিশ্বকাপ (পুরুষ) ২০১৮-এর জন্য দেশব্যাপী প্রচার শুরু করল?
উত্তর
১) কর্ণাটক।
২) Walmart (ওয়ালমার্ট হল আমেরিকার সবথেকে বেশি সংখ্যক বেসরকারি চাকুরীদাতা সংস্থা, কর্মীসংখ্যা প্রায় ২৩ লক্ষ!)।
৩) চেন্নাইয়ে।
৪) গীতা মিত্তল।
৫) তেলেঙ্গানা।
৬) YONO ।
৭) কেরালা।
৮) ওড়িশা।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।