১) ভারতে কোন দিনটি বন্ধুত্ব দিবস (friendship day) হিসেবে পালিত হয়?
২) বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টক মার্কেট কোনটি?
৩) কোন ভারতীয় গল্ফার (Golfer) ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান ট্যুর খেতাব জিতলেন?
৪) মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে কী নাম রাখা হল?
৫) কোন ভারতীয় মহিলা ক্রিকেটার সম্প্রতি টি-টোয়েন্টিতে ১০০ রান করলেন?
৬) শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনার জন্য কোন রাজ্য সম্প্রতি 'HornNotOk' প্রচারাভিযান শুরু করল?
৭) কোন রাজ্য গ্রামীন স্বচ্ছতা এবং সুস্বাস্থ্য-এর লক্ষ্যে "স্বচ্ছমেব জয়তে:" অভিযান শুরু করল?
উত্তর
১) আগস্ট মাসের প্রথম রবিবার (এবছর ৫ই আগস্ট অর্থাৎ আজ)।
২) জাপান (প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, সম্প্রতি চীনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে জাপান)।
৩) গগনজিত বুল্লার (ছবিতে)।
৪) পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন।
৫) স্মৃতি মন্ধনা (তিনি দ্বিতীয় ক্রিকেটার, প্রথম করেছিলেন মিতালি রাজ)।
৬) হিমাচল প্রদেশ।
৭) কর্ণাটক।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।