১) কোন দিনটি হিরোশিমা দিবস হিসেবে পালিত হয়?
২) সম্প্রতি কোন দেশে ইউনিসেফের পক্ষ থেকে কলেরা মহামারির সতর্কবার্তা জারি করা হল?
৩) পৃথিবীকে পর্যবেক্ষণের জন্য চীন যে হাই-রেজোলিউশন স্যাটেলাইট লঞ্চ করল সেটির নাম কী?
৪) ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গেলস খেতাব কে জিতলেন?
৫) ওমেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতল?
৬) বীল (Biel) মাস্টার্স চেস ২০১৮ কে জিতলেন?
৭) ভারতের প্রথম ব্লকচেইন জেলা তৈরির জন্য তেলেঙ্গানা সরকার কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল?
৮) কোন রাজ্য মেয়েদের উন্নতিকল্পে মুখ্যমন্ত্রী কন্যা উত্থান যোজনা শুরু করল?
৯) কোন ভারতীয় মাস্টার শেফ অস্ট্রেলিয়া ২০১৮ খেতাব জিতলেন?
১০) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন?
উত্তর
১) ৬ই আগস্ট (এই দিনেই জাপানের হিরোশিমাতে বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা)।
২) ইয়েমেন।
৩) Gaofen-11 ।
৪) ক্যারোলিন মেরিন।
৫) নেদারল্যান্ডস (এই নিয়ে অষ্টম বার)।
৬) বৈভব শুরি।
৭) টেক মাহিন্দ্রা।
৮) বিহার।
৯) শশী চেলিয়া।
১০) বিরাট কোহলি (ওয়ান ডে-তেও প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলি)।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।