সন্মিলিত জাতিপুঞ্জ

সন্মিলিত জাতিপুঞ্জ





একনজরে কয়েকটি তথ্য
  • সন্মিলিত জাতিপুঞ্জ একটি আন্তর্জাতিক সংগঠন যার উদ্দেশ্য হল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।
  • সন্মিলিত জাতিপুঞ্জের পুর্বসুরী সংস্থার নাম- জাতি সংঘ বা লিগ অফ নেশন্স।
  • সন্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল ২৪শে অক্টোবার, ১৯৪৫ সালে।
  • প্রতিষ্ঠাকালে সদস্য ছিল- ৫১ টি রাষ্ট্র।
  • বর্তমানে জাতিপুঞ্জে সদস্য সংখ্যা- ১৯৩ ।
  • নবীনতম (১৯৩ তম) সদস্য রাষ্ট্র- দক্ষিণ সুদান, যোগ দেয় ২০১১ সালে ১৪ই জুলাই।
  • সন্মিলিত জাতিপুঞ্জের সদরদপ্তর- নিউ ইয়র্কে।
  • সন্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গ ছ'টি- ১)সাধারণ সভা, ২)নিরাপত্তা পরিষদ, ৩)অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,৪) অছি পরিষদ, ৫)আন্তর্জাতিক আদালত এবং ৬) সচিবালয়।
  • সাধারণ সভা- প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভার সদস্য।
  • নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ৫টি, যথা- মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্স। এছাড়াও ১০ টি অস্থায়ী সদস্য থাকে।
  • অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য ৫৪ টি রাষ্ট্র যারা সাধারণ সভা কর্তৃক ৩ বছরের জন্য নির্বাচিত হয়।
  • অছি পরিষদের ভূমিকা শেষ হয়ে গেছে ১৯৯৪ সালে।

  • আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। বিচারপতি আছেন ১৫ জন। তাদের মেয়াদ ৯ বছর করে।
    হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় 

সচিবালয়ের প্রধান হলেন মহাসচিব। কার্যকালের মেয়াদ ৫ বছর। নিচে এখনো পর্যন্ত যতজন মহাসচিব ছিলেন তাদের তালিকা দেওয়া হল-

    ক্রমনামকার্যকাল শুরুকার্যকাল সমাপ্তিদেশ
    1ট্রিগভি লিফেব্রুয়ারি ২, ১৯৪৬নভেম্বর ১০, ১৯৫২নরওয়ে
    2ড্যাগ হামারশোল্ডএপ্রিল ১০, ১৯৫৩সেপ্টেম্বর ১৮, ১৯৬১সুইডেন
    3ইউ থান্টনভেম্বর ৩০, ১৯৬১ডিসেম্বর ৩১, ১৯৭১মায়ানমার
    4কার্ট ওয়াল্ডহেইমজানুয়ারি ১, ১৯৭২ডিসেম্বর ৩১, ১৯৮১অস্ট্রিয়া
    5হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ারজানুয়ারি ১, ১৯৮২ডিসেম্বর ৩১, ৯৯১পেরু
    6বুত্রোস বুত্রোস গালিজানুয়ারি ১, ১৯৯২ডিসেম্বর ৩১, ১৯৯৬মিশর
    7কোফি আন্নানজানুয়ারি ১, ১৯৯৭ডিসেম্বর ৩১, ২০০৬ঘানা
    8বান কি মুনজানুয়ারি ১, ২০০৭ডিসেম্বর ৩১, ২০১৬দক্ষিণ কোরিয়া
    9অ্যান্টোনিও গুতারেসজানুয়ারি ১, ২০১৭বর্তমানপর্তুগাল