১৭ই জুন কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) আজ ১৭ই জুন কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের সভায় কে সভাপতিত্ব করেন?
৩) স্বচ্ছ আইকনিক স্থানের ৩য় পর্বে কটি স্থানের নাম ঘোষিত হয়েছে?
৪) ই-ওয়ে বিল আদায়ে কোন রাজ্য প্রথম স্থানে?
৫) জাতীয় উপজাতি জাদুঘর কোথায় স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়েছে?
৬) ফোর্বসের ধনীতম ভারতীয়র তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন?


উত্তর
১) ফাদার্স ডে (জুন মাসের তৃতীয় রবিবার)
২) মাননীয় প্রধানমন্ত্রী।
৩) ১০টি।
৪) গুজরাট।
৫) দিল্লিতে।
৬) মুকেশ আম্বানি।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।