India at a glance

ভারত পরিচিতি

ভৌগোলিক তথ্য

  • আয়তন- 3,287,263 বর্গকিমি (বিশ্বের সপ্তম বৃহত্তম)।
  • অবস্থান- দক্ষিণ এশিয়া। 
  • সীমানা- পশ্চিমে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল এবং ভুটান, পূর্বে বাংলাদেশ এবং মায়ানমার।
  • দক্ষিণতম বিন্দু- কন্যাকুমারী (মূল ভুখন্ড), ইন্দিরা পয়েন্ট (গ্রেট নিকোবর দ্বীপ)।
  • উত্তরতম বিন্দু- ইন্দিরা কোল (সিয়াচেন হিমবাহ)।
  • সর্বোচ্চ শৃঙ্গ- কারাকোরাম বা কে ২ (যদিও রাজনৈতিক বিতর্ক বিদ্যমান; অনেকের মতে ভারতের সর্বোচ্চ বিন্দু কাঞ্চনজঙ্ঘা)।
  • সর্বনিম্ন স্থান- কুট্টানাদ (Kuttanad), কেরালা। 
  • দীর্ঘতম নদী- গঙ্গা।
  • দীর্ঘতম উপনদী- যমুনা নদী।
  • বৃহত্তম হ্রদ- উলার হ্রদ।
  • অন্তর্বাহিনী নদী- লুনী নদী।
  • মরুভূমি- থর মরুভূমি।
  • অক্ষাংশ- ৮ ডিগ্রি ৪মিনিট - ৩৭ ডিগ্রি ৬ মিনিট উত্তর অক্ষাংশ।
  • দ্রাঘিমাংশ- ৬৮ ডিগ্রি ৭ মিনিট থেকে ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব অক্ষাংশ।
  • প্রামাণ্য সময়- জিএমটি + ৫.৩০ ঘন্টা।
ভারতে মানচিত্র (চিত্রঋণ- বিদেশ মন্ত্রক, ভারত সরকার)

প্রশাসনিক তথ্য

  • রাষ্ট্রের প্রকৃতি- যুক্তরাষ্ট্রীয় সংসদীয় গণতন্ত্র।
  • শাসনবিভাগের প্রধান- রাষ্ট্রপতি।
  • আইনবিভাগ- দ্বিকক্ষবিশিষ্ট; উচ্চকক্ষ- রাজ্যসভা, নিম্নকক্ষ- লোকসভা।
  • বিচারবিভাগ- সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
  • সংবিধান- বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান।
  • প্রশাসনিক বিভাগ- ২৮টি রাজ্য এবং ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল; দিল্লি হল ভারতের জাতীয় রাজধানী অঞ্চল। 
  • রাজধানী- নতুন দিল্লি।
  • বৃহত্তম রাজ্য (আয়তনে)- রাজস্থান।
  • বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
  • ক্ষুদ্রতম রাজ্য- গোয়া।
  • ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল- লাক্ষাদ্বীপ।
  • জনবহুল রাজ্য- উত্তর প্রদেশ।
  • জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল- দিল্লি।
  • জনবিরল রাজ্য- সিকিম।
  • জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল- লাক্ষাদ্বীপ।
  • সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য- বিহার।
  • সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল- দিল্লি।
  • সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য- অরুণাচল প্রদেশ।
  • সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল- লাক্ষাদ্বীপ।

একনজরে ভারতের কয়েকটি তথ্য