৩০শে এপ্রিল'১৮ কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয়?
২) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি সবথেকে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থাকার (Longest-serving Chief Minister) রেকর্ড গড়লেন?
৩) সরস্বতী সম্মান ২০১৭-এর জন্য কোন সাহিত্যিকের নাম ঘোষণা করা হল?
৪) শিরুই লিলি উৎসব কোন রাজ্যে উদযাপিত হল?
৫) ৫৬তম বেলগ্রেড ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়েরা কটি সোনা জিতলেন?
৬) বৌদ্ধদের বিখ্যাত মন্দির মায়াদেবী মন্দির কোথায় অবস্থিত?
৭) উত্তর কোরিয়া সম্প্রতি তাদের প্রামাণ্য স্থানীয় সময় ৩০ মিনিট এগিয়ে নেওয়ার প্রস্তাব দিল। এর পিছনে উদ্দেশ্যটি কী?
উত্তর
১) দাদাসাহেব ফালকে (আসল নাম- ধুন্দিরাজ গোবিন্দ ফালকে; প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্যের সিনেমা "রাজা হরিশ্চন্দ্র"-এর নির্মাতা)।
২) সিকিমের পবন কুমার চামলিং (১৯৯৪ সাল থেকে তিনি আসামের মুখ্যমন্ত্রী রয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রেকর্ড ভাঙলেন)।
৩) সীতাংশু যশচন্দ্র।
৪) মনিপুর।
৫) তিনটি (সুমিত সাংওয়ান, নিখাত জরিন, হিমাংশু শর্মা)।
৬) গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে।
৭) উত্তর ও দক্ষিণ কোরিয়ার সময়ের ব্যবধান দূর করার জন্য (সম্প্রতি দুই কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সম্পর্ক আরো দৃঢ় করার জন্য এই পদক্ষেপ।)
(প্রতিদিনের জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের এক ঝলক। এই প্রশ্নগুলি চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে।)