২৯শে এপ্রিল'১৮ কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) ২৯ শে এপ্রিল কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) একাদশ বার্সেলোনা ওপেন খেতাব কে জিতলেন?
৩) ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট "রানী কি ভব" কোথায় অবস্থিত?
৪) ওয়ার্ল্ড টিম টেবিলটেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হল?
৫) কোন ভারতীয় টেনিস খেলোয়াড় ATP চ্যালেঞ্জার সার্কিটে জীবনের প্রথম সিঙ্গলস খেতাব জিতলেন?
উত্তর
১) আন্তর্জাতিক নৃত্য দিবস (আধুনিক ব্যালের জনক জ্যাঁ জর্জেস নোভার-এর জন্মদিন উপলক্ষ্যে)
২) রাফায়েল নাদাল।
৩) পতন, গুজরাট (একাদশ শতাব্দীর স্থাপত্য রানী কি ভব আসলে একটি কারুকার্যময় সিঁড়িযুক্ত কুয়ো।)।
৪) সুইডেনের হোমস্ট্যাডে।
৫) প্রজ্ঞেশ গুনেস্বরন।
(প্রতিদিনের জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের এক ঝলক। এই প্রশ্নগুলি চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে।)