২৮শে এপ্রিল'১৮ কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) কোথায় বিশ্বের ক্ষুদ্রতম ফার্নের (Fern) সন্ধান পাওয়া গেল?
২) কোন কর্পোরেট সংস্থা ঐতিহ্যবাহী স্থাপত্য লাল কেল্লা পরিগ্রহণ (Adopt) করল?
৩) আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন কোথায় শুরু হল?
৪) সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতের সবথেকে বিশ্বস্ত সার্চ ইঞ্জিন কোনটি?
৫) অনলাইনে কেনা পাবলো পিকাসোর চিত্র প্রদর্শনী কোথায় শুরু হল?
উত্তর
১) পশ্চিমঘাট পর্বতের আহোয়া বনাঞ্চলে (গুজরাটের ডাঙ জেলার অন্তর্গত, এটির বিজ্ঞানসম্মত নাম-Ophioglossum malviae )।
২) ডালমিয়া গ্ৰুপ (৫কোটি টাকার বিনিময়ে)।
৩) নেপালের লুম্বিনীতে (গৌতম বুদ্ধের জন্মস্থান)।
৪) গুগল।
৫) জেনেভা।
(প্রতিদিনের জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের এক ঝলক। এই প্রশ্নগুলি চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে।)