২৭শে এপ্রিল'১৮ কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) এবছর দ্রোনাচার্য পুরষ্কারের জন্য বিসিসিআই কার নাম সুপারিশ করল?
২) বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতার সূচকে ভারতের স্থান কত?
৩) সুপ্রিম কোর্টের ২৫ তম বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করলেন?
৪) প্যারাগুয়ের নবনির্বাচিত রাষ্ট্রপতি কে?
৫) বোকো হারাম কোথাকার জঙ্গি সংগঠন?
৬) ভারতের কোন রাজ্যের একটি জেলখানায় ই-প্রিজন চালু হল?
৭) ইংল্যান্ডের রাজপরিবারের নবীনতম সদস্য কে?
উত্তর
১) রাহুল দ্রাবিড়,
২) ১৩৮ তম (নরওয়ে প্রথম, শেষতম উত্তর কোরিয়া)
৩) ইন্দু মালহোত্রা,
৪) মারিও আবদো বেনিটেজ,
৫) নাইজেরিয়া,
৬) মেঘালয়,
৭) প্রিন্স লুই।
(প্রতিদিনের জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের এক ঝলক। এই প্রশ্নগুলি চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে।)