সেরা দশটি জিকে- সেট ১৭

সেরা দশটি জিকে- সেট ১৭
১) কোন দেশের রাজধানীর নাম সোফিয়া?

২) প্রথম আই সি এস ভারতীয় কে?

৩) ঘুঘু কীসের প্রতীক?

৪) বিশ্ব জনসংখ্যা দিবস কবে?

৫) ফাও(FAO)-এর পুর্ণ নাম কী?

৬) 'অল মাই ইয়েস্টারডেস' কার লেখা?

৭) ল্যান্ড অফ ম্যাপল লিফ' কোন দেশকে বলা হয়?

৮) 'ক্রিপ্টোগ্রাফি' কীসের অধ্যয়ন?

৯) কোন শহরটি “বিগ অ্যাপেল” নামেও খ্যাত?

১০) কোন খেলায় 'নেহরু ট্রফি' দেওয়া হয়?

উত্তর
১) বুলগেরিয়া,
২) সত্যেন্দ্রনাথ ঠাকুর
৩) শান্তির প্রতীক
৪) ১১ই জুলাই,
৫) Food and Agriculture Organisation,
৬) প্রেম ভাটিয়া,
৭) কানাডা,
৮) গোপন লিখন পদ্ধতি,
৯) নিউ ইয়র্ক,
১০) হকি।