সেরা দশটি জিকে- সেট ১৬
1)‘রেড ক্রস’ কে প্রতিষ্ঠা করেন?
2) আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
3) কাদের পোলু বলা হয়?
4) কোন দিন পৃথীবি থেকে সুর্যের দুরত্ব সবথেকে বেশি হয়?
5) টাইপরাইটার কে আবিষ্কার করেন?
6) কোন মহাকাশযান প্রথম চাঁদ স্পর্শ করে?
7) ইরানের রাজধানি কী?
8) কাকে বলা হয় 'ম্যান অফ ডেস্টিনি'?
9) প্রথম নোবেলজয়ী ভারতীয় কে?
10) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কবে স্থাপিত হয়েছিল?
উত্তর
1. হেনরি ডুনান্ট,
2 মাউন্ট কিলিমাঞ্জারো (৫৯৬৩),
3. ফ্রান্সের সৈনিকদের,
4. ৪ঠা জুলাই,
5. ক্রিস্টোফার লাথাম শোলস (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৬৮)
6. লুনা-২ বা লুনিক-২ (১৯৫৯ সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক প্রেরিত)
7. তেহরান,
8. নেপোলিয়ন,
9. রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সালে, গীতাঞ্জলির ইংরেজি সংস্করণ The Song Offerings-এর জন্য)
10. ১৯৩৭ সালে।