সেরা দশটি জিকে- সেট ১৫

সেরা দশটি জিকে- সেট ১৫
১) ভিজি ট্রফি কোন খেলার সংগে যুক্ত?

২) হাইকোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতি?

৩) হরিয়ানা হ্যারিকেন কার পদবি?

৪) কে গুটিবসন্তের টিকা আবিস্কার করেন?

৫) ভারতের সর্বোচ্চ মিনার কোনটি?

৬) সাত পর্বতের শহর কোনটি?

৭) পদ্ম কীসের প্রতীক?

৮) ২৮ফেব্রুয়ারি দিনটি কীজন্য উদযাপিত হয়?

৯) 'সত্য ও অহিংসা আমার ভগবান'- কে বলেছিলেন?

১০) “ভারতের স্বাধীনতা আইন” কবে পাশ হয়?

উত্তর
১) ক্রিকেট,
২) শ্রীমতি লীলা শেঠ,
৩) কপিল দেব,
৪) জেনার,
৫) কুতুব মিনার,
৬) রোম,
৭) সংস্কৃতি ও সভ্যতা,
৮) জাতীয় বিজ্ঞান দিবস,
৯) মহাত্মা গান্ধী (প্রকৃত নাম- মোহনদাস করমচাঁদ গান্ধী,
১০) ৪ঠা জুলাই, ১৯৪৭।