সেরা দশটি জিকে- সেট ১৪

সেরা দশটি জিকে- সেট ১৪
১) ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন?

২) প্রথম কোন ইউরোপীয় চীন ভ্রমন করেছিলেন?

৩) ‘জুনো’ মহাকাশযানটি কোন গ্রহ পর্যবেক্ষণের জন্য প্রেরিত হয়েছে?

৪) কে বলেছিলেন “জ্ঞানই হল শক্তি’?

৫) ‘দাস ক্যাপিটাল’ কার লেখা?

৬) GMT-এর সম্পুর্ন নাম কী?

৭) অক্সিজেন কে আবিষ্কার করেন?

৮) কোন দেশকে “সহস্র হ্রদের দেশ” বলা হয়?

৯) বিশ্বের ক্ষুদ্রতম পাখি কোনটি?

১০) বিশ্বের দীর্ঘতম মোটর-চলাচলযোগ্য সড়ক কোনটি?

উত্তর
1) রিতা ফারিয়া,
2) মার্কো পোলো,
3) বৃহষ্পতি গ্রহ,
4) ফ্রান্সিস বেকন,
5) কার্ল মার্ক্স,
6) Greenwich Mean Time,
7) প্রিস্টলে,
8) ফিনল্যান্ড,
9) বী হামিং বার্ড (Mellisuga helenae)
10) প্যান-আমেরিকান হাইওয়ে।