সেরা দশটি জিকে- সেট ১৩
১) ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে?
২) বিশ্বের উষ্ণতম মরুভূমি কোনটি?
৩) "Broken Wing" কার লেখা?
৪) কে বলেছিলেন-”What Bengal Thinks Today, India Think Tomorrow?”
৫) কোন ভারতীয় ব্যক্তিত্ব ‘চাচা’ নামে অভিহিত হন?
৬) লাল ত্রিকোণ কীসের প্রতীক?
৭) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
৮) বৃক্কের একক কী?
৯) নীল বিপ্লব কীসের সঙ্গে জড়িত?
১০) মানবদেহে কলেরার কারণ কী?
উত্তর
১) ইন্দিরা গান্ধী (১৬ জুলাই ১৯৬৯- ২৭ জুন ১৯৭০)
২) সাহারা মরুভূমি (লিবিয়ার অন্তর্গত এল আজিজিয়া বিশ্বের উষ্ণতম স্থান),
৩) সরোজিনী নাইডু
৪) গোপালকৃষ্ণ গোখলে (ইনি আবার গান্ধীজির রাজনৈতিক গুরু),
৫) পন্ডিত জওহরলাল নেহরু,
৬) পরিবার পরিকল্পনা
৭) বৃহষ্পতি গ্রহ,
৮) নেফ্রন,
৯) মৎস্য,
১০) ভিব্রিও কলেরি।