৩০শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ওয়ার্ড স্কলার কাপ ২০১৮ তে জুনিয়র ডিবেট চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় তরুণ কে?
উত্তর- আদি সাই বিজয়করন।
২) ইন্ডিয়ান রেলওয়ের কোন এআই-চালিত রোবট ট্রেনের ত্রুটিগুলি পরীক্ষা করবে?
উত্তর- উস্তাদ।
৩) ১২ তম গ্লোবাল হেলথ কেয়ার সামিট ২০১৮ কোন শহরে অনুষ্ঠিত হযবে?
উত্তর- মুম্বাই।
৪) কোন দেশ সফলভাবে নতুন হাইপারসনিক পারমানবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থা 'আভাঙ্গার্ড' পরীক্ষা করেছে?
উত্তর- রাশিয়া।
৫) সম্প্রতি কোন দেশের গবেষকরা ক্যান্সারের ভার্চুয়াল রিয়ালিটি থ্রি-ডি মডেল তৈরি করেছেন?
উত্তর- ইংল্যান্ড।
৬) রাজস্থানের কোন শহরে ২৬তম আন্তর্জাতিক উট উৎসব বা ক্যামেল ফেস্টিভাল অনুষ্ঠিত হবে?
উত্তর- বিকেনার, রাজস্থান।
৭) কোন রাজ্যের ক্যান্সার ইনস্টিটিউট গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং হাই রেঞ্জ ওয়ার্ল্ড রেকর্ডস- এই দুটি বিশ্ব রেকর্ড জিতেছে?
উত্তর- তেলেঙ্গানা রাজ্যের।