২৯ শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) কে প্রথম কোনো সহযোগী ছাড়াই এককভাবে এন্টার্কটিক অভিযান করলেন?
উত্তর- কলিন ও ব্র্যডি।
২) নতুন অন্ধ্র প্রদেশ হাইকোর্টের প্রথম মুখ্য বিচারপতি কে নিযুক্ত হলেন?
উত্তর- চাগরি প্রবীন কুমার।
৩) জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস কোথায় শুরু হল?
উত্তর- ভুবনেশ্বর, ওডিশা।
৪) নোভাক জোকোভিচকে হারিয়ে বলকান "বর্ষসেরা ক্রীড়াবিদ" হলেন?
উত্তর- লুকা মোদ্রিক।
৫) ৪২ তম ভারতীয় সমাজ বিজ্ঞান কংগ্রেস কোথায় আয়োজিত হচ্ছে?
উত্তর- ওড়িশা।
৬) এবছরের সমাজ বিজ্ঞান কংগ্রেসের থিম কি?
উত্তর- 'ডিজিটাল যুগে মানবিক ভবিষ্যৎ'।
৭) মহিলাদের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন জায়গায় অনুষ্ঠিত হবে?
উত্তর-কর্ণাটক।
৮) কোন গ্রুপটি ভারতের শীর্ষস্থানীয় বিজনেস হাউস হিসেবে টাটা গ্রুপকে অতিক্রম করল?
উত্তর- এইচডিএফসি গ্রুপ।