২৮ শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৮ শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ২৮শে ডিসেম্বর ভারতের ইতিহাসে কী কারণে স্মরণীয়?
উত্তর- জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা (১৮৮৫)।
২) তেলেঙ্গানা (হায়দ্রাবাদ) হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন?
উত্তর- টি বি রাধাকৃষ্ণন।
৩) অন্ধ্রপ্রদেশ (অমরবতী) হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন?
উত্তর- প্রবীণ কুমার।
৪) বর্তমানে ভারতে কতগুলি হাইকোর্ট রয়েছে?
উত্তর- ২৫টি।
৫) কোন রাজ্য সরকার কুনোকে (Kuno) জাতীয় উদ্যান হিসাবে কুনো ঘোষণা করল?
উত্তর- মধ্য প্রদেশ।
৬) তৃতীয় ডুইজিং (Dwijing) ফেস্টিভাল কোন রাজ্যে শুরু হল?
উত্তর- আসাম।
৭) উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু কাকে 'চ্যাম্পিয়নস অব চেঞ্জ' পুরস্কার প্রদান করলেন?
উত্তর- এন বীরেন সিং (মনিপুরের মুখ্যমন্ত্রী)।