২৭শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৭শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ভারতের ২৫ তম হাইকোর্টটি ১লা জানুয়ারি ২০১৯ থেকে কোন শহরে কাজ শুরু করবে?
উত্তর- অমরবতী, অন্ধ্রপ্রদেশ।
২) কোন ক্রিকেটারটি আনুষ্ঠানিকভাবে # আইআইসিসি 'হল অফ ফেমে' অন্তর্ভুক্ত হলেন?
উত্তর- রিকি পন্টিং।
৩) কোন রাষ্ট্র সম্প্রতি ঘোষণা করেছে যে এটি ২০১১ সালের জানুয়ারিতে পূর্ণ সদস্যতার জন্য আবেদন করবে?
উত্তর- প্যালেস্টাইন।
৪) দিব্যা পাতিদার জোশী, যিনি ২০১৮ সালের মিসেস ইন্ডিয়া জিতেছেন, কোন রাজ্যের?
উত্তর- মধ্য প্রদেশ।
৫) মধ্যপ্রদেশ সরকার কাকে ২০১৮-এর জন্য 'তানসেন সম্মানে' ভূষিত করল?
উত্তর- মঞ্জু মেহতা।
৬) এসোসিয়েটেড প্রেসের "ফিমেল এথলেট অফ দি ইয়ার" সম্মান কে পেলেন?
উত্তর- সেরেনা উইলিয়ামস।
৭) মাউন্ট এটনা, যা সম্প্রতি খবরের শিরোনামে ছিল, কোন দেশে অবস্থিত?
উত্তর- ইতালি।