বিতর্কিত প্রশ্ন- ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি?

সাধারণ জ্ঞানের বিতর্কিত প্রশ্ন

প্রশ্ন-৪: ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক) হিমালয় 

খ) গডউইন অস্টিন 
গ) কাঞ্চনজঙ্ঘা
ঘ) নন্দাদেবী


উত্তর- বেশিরভাগ স্কুলপাঠ্য ভূগোল বইয়ে দেখুন লেখা আছে গডউইন অস্টিন বা কে২ হল ভারতের উচ্চতম শৃঙ্গ। কিন্তু বেশকিছু জিকে বইয়ে এবং অবশ্যই ইন্টারনেটে এর উত্তর পাবেন কাঞ্চনজঙ্ঘা। কে২ যেখানে অবস্থিত সেই অঞ্চলটি বর্তমানে পাকিস্তানের দখলকৃত। বিষয়টি রাজনৈতিক। অনেকেই এরপরেও বলে থাকেন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল কে২ বা গডউইন অস্টিন। তাদের যুক্তি হল- “কেউ যদি আমার ঘরটি জবরদখল করে নেয় তাহলেই কি ঘরটি তার হয়ে গেল?” যাইহোক, বিতর্ক একটা রয়েই গেল। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- গডউইন অস্টিন নাকি কাঞ্চনজঙ্ঘা?
পোস্ট সিরিজ: চাকরির পরীক্ষায় বিতর্কিত জিকে।
পরিশেষে বলি, কোনো চাকরীর পরীক্ষায় যদি এই প্রশ্নটি এসে থাকে (যদিও বিতর্কিত প্রশ্ন না আসার সম্ভাবনা ৯৯%) তাহলে কী করণীয়? প্রথমেই বলব, বিকল্প দেখে উত্তর দিতে হবে। যদি গডউইন অস্টিন এবং কাঞ্চনজঙ্ঘা যেকোনো একটি অপশন থাকে তাহলে নিঃসন্দেহে সেটাই উত্তর হবে। কিন্তু দুটি অপশনই দেওয়া থাকলে যেটা করা উচিত মনে হবে সেটাই করবেন। এক্ষেত্রে প্রশ্নকর্তার বিবেচনাই শেষ কথা।