২৮শে মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ভারতের চতুর্থ জাতীয় তথ্য কেন্দ্রটি (Data Center) কোথায় স্থাপিত হল?
২) সদ্যপ্রয়াত প্রভুদত্ত প্রধান কোন ভাষার সঙ্গীতকার ছিলেন?
৩) ভারত-ভ্রমণরত নেদারল্যান্ডসের রানীর নাম কী?
৪) কোন দেশের দল ২০১৮ সালের উবের কাপ জিতল?
৫) মোনাকো গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন?
৬) ঝাড়খন্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে কে “শ্রীদেবী এক্সিলেন্স” পুরস্কার পেলেন?


উত্তর
১) ভুবনেশ্বরে (আগের তিনটি হল দিল্লি, হায়দ্রাবাদ এবং পুনেতে; এগুলোর তত্ত্বাবধায়ক সংস্থা হল NIC বা ন্যাশনাল ইনফোরম্যাটিক্স সেন্টার)।
২) সম্বলপুরী (ওড়িশার)।
৩) ম্যাক্সিমা।
৪) জাপান।
৫) অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রিকার্ডো।
৬) প্রিয়াঙ্কা চোপড়া।

কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।