২৯শে মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) কারা প্রথম সফলভাবে এভারেস্ট জয় করেছিলেন?
২) আজ ২৯শে মে ভারতের কোন প্রতিবেশী দেশের প্রজাতন্ত্রী দিবস?
৩) ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কী?
৪) কোন দেশে প্রথমতম ‘গ্লোবাল উইন্ড সামিট’ হতে চলেছে?
৫) সম্প্রতি কোন রাজ্য কৃষকদের সর্বাধিক ৫ লক্ষ টাকা জীবন বীমা দেওয়ার কথা ঘোষণা করল?


উত্তর
১) তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি।
২) নেপালের (এবছর ১১তম)।
৩) জাকার্তা (ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী বর্তমানে ইন্দোনেশিয়া সফরে গেছেন)।
৪) জার্মানিতে।
৫) তেলেঙ্গানা।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।