২৭শে মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) কোন দল আইপিএল-২০১৮ চ্যাম্পিয়ন হল?
২) কোন দেশ গর্ভপাতের উপর নিষেধাজ্ঞা (Abortion Ban) তুলে নিল?
৩) ভারতের প্রবীণতম এভারেস্টজয়ী মহিলা কে?
৪) আজ প্রয়াত হলেন চন্দ্রবক্ষে পদার্পণকারী চতুর্থ মহাকাশচারী। কী নাম তাঁর?
৫) আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “মন কি বাত” অনুষ্ঠানের কততম পর্ব সম্প্রচারিত হল?


উত্তর
১) চেন্নাই সুপার কিংস (এই নিয়ে তৃতীয় বার)।
২) আয়ারল্যান্ড (৬৯% ভোটে পাস হল ঐতিহাসিক এই বিল)।
৩) সঙ্গীতা এস বেহল (৫৩)।
৪) অ্যালান বিন (৮৬)।
৫) ৪৪ তম (উল্লেখ্য যে, এই অনুষ্ঠানের সূচনা হবার পর থেকে অল ইন্ডিয়া রেডিওর (AIR) মুনাফা অনেকটাই বেড়েছে)।

কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।