২৬শে মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) বর্তমানে বিশ্বের প্রবীণতম রাষ্ট্রপ্রধান কে?
২) ভারতীয় জীববৈচিত্র্য পুরষ্কার ২০১৮ কে পেল?
৩) কোন রাজ্যে নবম বার্ষিক রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব আয়োজিত হয়েছে?
৪) ওড়িশার নতুন রাজ্যপাল হিসেবে কার নাম ঘোষণা করা হল?
৫) বার্বাডোজের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন?
৬) ভারত সরকার কোন যানবাহনে সবুজ লাইসেন্স প্লেট লাগানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে?

উত্তর
১) মাহাথির মোহামেদ (মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বয়স ৯২)।
২) সিংচুং বুগুন ভিলেজ কমিউনিটি রিজার্ভ।
৩) উত্তরাখন্ড।
৪) গনেশি লাল।
৫) মিয়া মোটলে।
৬) বৈদ্যুতিক যানবাহনে।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।