২৫শে মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ কোনটি?
২) ২৫শে কোন বিখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর জন্ম?
৩) কোন বলিউডি অভিনেতা নিতি আয়োগের মহিলা উদ্যোগপতি মঞ্চের সঙ্গে যুক্ত হলেন?
৪) এশিয়ান চলচিত্র উৎসব কোথায় শুরু হল?
৫) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য কে?
৬) কোন ভারতীয় মিউনিখ গ্র্যান্ড প্রিক্স ২০১৮-তে সোনা জিতলেন?


উত্তর
১) ভারত (৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষ্যে প্রতি বছরই ৫ই জুন একেকটি দেশে পরিবেশ দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হয়)।
২) রাসবিহারী বসু (আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা)।
৩) সুশান্ত সিং রাজপুত।
৪) নতুন দিল্লিতে (১১টি দেশের ৩২টি সিনেমা)।
৫) ভারতের প্রধানমন্ত্রী।(পদাধিকার বলে ভারতের মহামান্য রাষ্ট্রপতি হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (Visitor) এবং মাননীয় প্রধানমন্ত্রী হলেন আচার্য বা চ্যান্সেলর)।
৬) তেজস্বিনী সাওন্ত।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।