সেরা দশটি জিকে- সেট ১২

সেরা দশটি জিকে- সেট ১২
১) ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন?

২) ১৯৪৫ সালে ৬ই আগস্ট জাপানের হিরোশিমাতে যে বোমা ফেলা হয়েছিল সেটির নাম কী?

৩) 'A Bunch of Old Letters' কার লেখা?

৪) ILO-র পুরো নাম কী?

৫) “ভারতের লৌহমানব” কাকে বলা হয়?

৬) কালো পতাকা কীসের প্রতীক?

৭) বিশ্বের বৃহত্তম উদ্যান (Park) কোনটি?

৮) ওয়েবসাইটের ঠিকানা বলতে কী বোঝায়?

৯) ‘গোলাপি বিপ্লব’ কীসের সঙ্গে জড়িত?

১০) সার্ক-এর সদর দপ্তর কোথায়?

উত্তর
1.ডঃ জাকির হোসেন (ইনি প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি স্বপদে থাকাকালীন পরলোকগমন করেছিলেন।),
2.লিটল বয় (৯ই আগস্ট নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম ‘ফ্যাট ম্যান’।),
3.জওহরলাল নেহরু,
4.International Labour Organisation
5. সর্দার বল্লভভাই প্যাটেল (ভারতের বিসমার্কও বলা হয়),
6.প্রতিবাদ,
7. মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক(Yellow Stone National Park, USA),
8. ওয়েবসাইটের ঠিকানা বলতে বোঝায় URL(Uniform Resource Locator),
9. মাংস উৎপাদন,
10. নেপালের কাঠমান্ডুতে।