সেরা দশটি জিকে- সেট ১১
১)“স্টোরি অফ মাই লাইফ” কোন ভারতীয় প্রধানমন্ত্রীর আত্মজীবনী?
২) এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কী?
৩) কোন শহরকে ‘চিরবসন্তের শহর’ বলা হয়?
৪) কোন দিনটি জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়?
৫) মিশরের রাজধানীর নাম কী?
৬) হলুদ বিপ্লব কিসের সঙ্গে জড়িত?
৭) কোন স্থানকে ‘ঈশ্বরের নিজস্ব দেশ’ (God’s own country) বলা হয়?
৮) ভাইরাসের আবিস্কারক কে?
৯) রাজ্যসভার সভাপতি কে?
১০) EDP-এর পুরো নাম কী?
উত্তর
১) মোরারজি দেশাই (বিঃ দ্রঃ- হেলেন কেলারের আত্মজীবনীরও নাম The Story of My Life)
২) বাচেন্দ্রি পাল (বিশ্বের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন- জুনকো তাবেই, জাপান),
৩) কিটো (Quito), দক্ষিণ আমেরিকা,
৪) ২৪শে অক্টোবর (১৯৪৫ সালের এই দিনেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।),
৫) কায়রো,
৬) তৈলবীজ,
৭) কেরালা (তবে, কেরালা ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কিছু নির্দিষ্ট স্থান ঈশ্বরের নিজস্ব দেশ নামে পরিচিত),
৮) ফ্রিড কোহেন,
৯) উপরাষ্ট্রপতি,
১০) Electronic Data Processing