১লা মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ
১) কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনটি শ্রমিক দিবস হিসেবে পালিত হয়?
২) মান্না দে'র প্রকৃত নাম কী?
৩) আজ কোন দুটি ভারতীয় রাজ্যের প্রতিষ্ঠা দিবস?
৪) কোন ভারতীয় শ্যুটার ISSF শ্যুটিং বিশ্ব র্যাঙ্কিং-এ এক নম্বর স্থান পেলেন?
৫) সামরিক অনুশীলন "হারিমাও শক্তি" কোন দুটি দেশের সেনাবাহিনীর যৌথ মহড়া?
উত্তর
১) ১৮৮৬ সালের ১লা মে শিকাগোর হেইমার্কেটে শ্রমিক আন্দোলনের স্মরণে মে দিবস বা শ্রমিক দিবস পালিত হয়।
২) প্রবোধ চন্দ্র দে।
৩) মহারাষ্ট্র এবং গুজরাট (১৯৬০ সালে)।
৪) শাহজার রিজভি।
৫) ভারত এবং মালয়েশিয়ার সেনাবাহিনী।
[চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা কারেন্ট এফেয়ার্স। একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।]