১) কোন বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে সত্যজিৎ রায়কে সাম্মানিক ডক্টরেট প্রদান করা হয়েছিল?
২) লিবিয়ার রাজধানীর নাম কী?
৩) প্রয়াত সাহিত্যিক কোট্টায়াম পুষ্পনাথ কোন ভাষার সাহিত্যিক ছিলেন?
৪) কোন দেশের ক্রিকেট দল আইসিসি-র আন্তর্জাতিক একদিবসীয় ক্রিকেটের (ODI) সেরা দল বলে ঘোষিত হল?
৫) ভারতীয় হকি (পুরুষ) দলের নতুন কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?
৬) কোন গায়িকা পি সি চন্দ্র পুরষ্কার ২০১৮ পেলেন?
৭) সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে কোন দেশ Peace Mission 2018 আয়োজন করতে চলেছে?
উত্তর
১) অক্সফোর্ড ইউনিভার্সিটি (চার্লি চ্যাপলিন প্রথম সিনে-ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়েছিল, সত্যজিৎ রায় দ্বিতীয়)।
২) ত্রিপোলি।
৩) মালায়লম (ভৌতিক কাহিনীর জন্য প্রসিদ্ধ)।
৪) ইংল্যান্ড (পয়েন্ট ১২৫)।
৫) হরেন্দ্র সিং।
৬) আশা ভোঁসলে।
৭) রাশিয়া।
#কারেন্ট_এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।