১) আজকের গুগল ডুডলে কার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে?
২) আজকের দিনটি (৩রা মে) কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
৩) ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদান অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হল?
৪) রেলমন্ত্রকের দেওয়া ‘সুন্দর স্টেশন’ (Beautiful Station) পুরষ্কারটি কোন স্টেশনকে দেওয়া হল?
৫) আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন?
উত্তর
১) ফরাসি চিত্রনির্মাতা জর্জ মেলিস।
২) ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে (সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস)।
৩) বিজ্ঞান ভবন, দিল্লি (মরণোত্তর দাদাসাহেব ফালকে পেলেন বিনোদ খান্না)।
৪) মহারাষ্ট্রের চন্দ্রপুর এবং বাল্লারশাহ স্টেশন দুটিকে।
৫) লিউইস হ্যামিলটন।
#কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।