৪ঠা মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) পঞ্চদশ এশিয়া মিডিয়া সামিট (১০-১২ মে) কোথায় অনুষ্ঠিত হবে?
২) এবছর কোন বিভাগে নোবেল প্রাইজ দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে?
৩) ফুটবল রাইটার্স এসোসিয়েশন-এর দেওয়া ‘ফুটবলার অফ দি ইয়ার’ কে পেলেন?
৪) WBC Asia Boxer of the Year পুরষ্কারটি কে পেলেন?
৫) মণিপুরের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে কে শপথ গ্রহণ করলেন?
৬) IRDA-র নবনিযুক্ত চেয়ারম্যানের নাম কী?


উত্তর
১) নতুন দিল্লি।
২) সাহিত্য বিভাগে (২০১৮তে সাহিত্যে নোবেল দেওয়া হবে না)।
৩) মোহামেদ সালাহ।
৪) ভারতীয় বক্সার নীরজ গোয়াত।
৫) জগদীশ মুখী।
৬) সুভাষ চন্দ্র খুন্তিয়া।

কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।