সেরা দশটি জিকে- সেট ১৮
১) কে দু’বারের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন?
২) শিবপুরি ন্যাশন্যাল পার্ক কোথায় অবস্থিত?
৩) শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়?
৪) সবথেকে বেশি অরণ্য রয়েছে কোন রাজ্যে?
৫) ঝরণা কলম কে আবিষ্কার করেন?
৬) ভারতের প্রথম বৈজ্ঞানিক উপগ্রহ কোনটি?
৭) হাওয়া মহল কোথায় রয়েছে?
৮) কে বলেছেন- 'মানুষ প্রকৃতিগতভাবে রাজনৈতিক প্রাণি'?
৯) 'ইটারন্যাল ইন্ডিয়া' কার লেখা?
১০) ভারতের সরকারী সম্প্রচার সংস্থা দূরদর্শনের সূচনা কবে হয়েছিল?
উত্তর
১) ফ্র্যাংকলিন ডিলানো রুজভেল্ট (সংবিধান অনুসারে কেউ দু’বারের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন না, একমাত্র ব্যতিক্রম FDR বা ফ্র্যাংকলিন ডিলানো রুজভেল্ট)
২) মধ্য প্রদেশ,
৩) থাইল্যান্ড (পূর্ব নাম শ্যাম বা Siam),
৪) আসাম,
৫) লুই ওয়াটারম্যান,
৬) অর্যভট্ট,
৭) জয়পুর, রাজস্থান (প্রধান স্থপতি- লাল চাঁদ উস্তাদ),
৮) গ্রিক দার্শনিক এরিস্টটল,
৯) শ্রীমতি ইন্দিরা গান্ধী (ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী),
১০) ১৯৫৯ সালের ১৫ই সেপ্টেম্বর