সেরা দশটি জিকে- সেট ১৯
১) ভারতের সবথেকে বড় যাদুঘর কোনটি?
২) NATO-র পুরো নাম কী?
৩) সূর্য মন্দির কোথায় অবস্থিত?
৪) হিন্দি দিবস কবে পালিত হয়?
৫) ICJ (আই সি জি)-র পুরো নাম কী?
৬) ‘ডিভাইন কমেডি’ কার লেখা?
৭) “সাম্রাজ্য নগরী” কাকে বলা হয়?
৮) 'ফিলোলোজি' (Philology) কিসের অধ্যয়ন?
৯) কী পরিমাপের একক হল 'নট'?
১০) রেনে ফ্র্যাঙ্ক ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর
১) ভারতীয় জাদুঘর, কলকাতা,
২) North Atlantic Treaty Organization,
৩) কোনারক,
৪) ১৪ই সেপ্টেম্বর,
৫) International Court of Justice (আন্তর্জাতিক বিচারালয়, নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত),
৬) দান্তে,
৭) নিউ ইয়র্ক,
৮) ভাষা সংক্রান্ত অধ্যয়ন,
৯) জাহাজের গতি,
১০) হকি।