সেরা দশটি জিকে- সেট ২০
১) ভারতীয় কোন্ ক্রিকেটার স্কটল্যান্ডের হয়ে খেলেছেন?
২) প্রাচীন সভ্যতার ঘড়ি কোথায় আবিষ্কৃত হয়?
৩) দৃষ্টিহীনদের পঠনপদ্ধতির আবিষ্কর্তা কে?
৪) SAARC-এর নবীনতম সদস্য কোন দেশ?
৫) ভারতের শেয়ার বাজার কে নিয়ন্ত্রন করেন?
৬) অগ্নিনির্বাপক যন্ত্রে কোন্ গ্যাস থাকে?
৭) বিশ্বের প্রথম রোবট নাগরিক কে?
৮) কমনওয়েলথের প্রধান কে?
৯) বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র পূর্ব নাম কী ছিল?
১০) পেরুর রাজধানী কী?
উত্তর
১) রাহুল দ্রাবিড় ,
২) চীন দেশে,
৩) লুই ব্রেইল ,
৪) আফগানিস্তান,
৫) S.E.B.I ,
৬) কার্বণ-ডাই-অক্সাইড ,
৭) সোফিয়া,
৮) গ্রেট ব্রিটেনের রানী,
৯) GATT (General Agreement on Tariffs and Trade)
১০) লিমা।