১) নাসার নতুন মঙ্গল-অভিযানের মহাকাশযানটির নাম কী?
২) উত্তর কোরিয়ার নতুন প্রামাণ্য সময় যা দক্ষিণ কোরিয়ার থেকে ৩০ মিনিট পিছনে ছিল, কবে থেকে শুরু হয়েছিল?
৩) বিশ্বের প্রথম ‘লেডিস স্পেশ্যাল’ ট্রেনটির যাত্রাপথ কোনটি?
৪) গুয়াতেমালার রাজধানীর নাম কী?
৫) মার্শাল অর্জন সিং মেমোরিয়াল অল ইন্ডিয়া হকি টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর
১) ইনসাইট (InSight- মঙ্গল গ্রহে প্রানের অস্তিত্ব এবং সম্ভাবনা নিয়ে গভীর অনুসন্ধান চালাবার উদ্দেশ্যে নির্মিত)।
২) ২০১৫ সালে (জাপানের ঔপনিবেশিকতা থেকে মুক্তির ৭০ বর্ষ পূর্তি উপলক্ষ্যে উত্তর কোরিয়া নতুন প্রামাণ্য সময় গ্রহণ করেছিল)।
৩) চার্চগেট থেকে বরিভালি স্টেশন (জোন- পশ্চিম রেলওয়ে; শুরু ১৯৯২সালের ৫ই মে)।
৪) গুয়াতেমালা সিটি।
৫) চন্ডীগড় (এই টুর্নামেন্ট এবারই প্রথম)।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন