১) ৭ই আগস্ট ভারতে কোন দিবস হিসেবে পালিত হয়?
২) প্রয়াত এম কে করুণানিধি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?
৩) AIBD (এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট)-এর সভাপতি কে হলেন?
৪) এই প্রথম ICANN (ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেম এন্ড নাম্বার)-এর সদস্য হলেন কোনো ভারতীয়। তার নাম কী?
৫) করমন কৌর ঠানদি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর
১) ন্যাশনাল হ্যান্ডলুম ডে। (১৯০৫ সালে এই দিনেই স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল)।
২) তামিলনাড়ুর(দল- ডিএমকে বা দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম)
৩) ফাইয়াজ শাহরিয়ার (অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর জেনারেল)।
৪) অজয় দত্ত।
৫) টেনিস।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।