৮ই আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ভারতের ইতিহাসে ৮ই আগস্ট কীকারণে স্মরণীয় হয়ে থাকবে?
২) বিশ্বের বৃহত্তম পাখির ভাস্কর্য 'জটায়ু' কোথায় নির্মিত হচ্ছে?
৩) কলাম্বিয়ার নতুন রাষ্ট্রপতি কে?
৪) কেন্দ্র সরকার সম্প্রতি কোন যোজনার অধীনে ১২২টি নতুন গবেষণা প্রকল্পে সম্মতি দিল?
৫) কোন দুই দেশের মধ্যে "মৈত্রী ২০১৮" সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে?
৬) কোন রাজ্য সরকারিভাবে এপ্লিকেশন-নির্ভর ট্যাক্সি পরিষেবা শুরু করল?


উত্তর
১) ১৯৪২ সালে ওই দিনেই ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল।
২) চাদায়ামঙ্গলম, কেরালা।
৩) ইভান ডিউক।
৪) ইমপ্রিন্ট-২ (IMPRINT2)
৫) ভারত এবং থাইল্যান্ড।
৬) গোয়া।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।