১৩ই এপ্রিল'১৮ #কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) POCSO Act-এর পুরো নাম কী?
২) এবছর কোন অভিনেতা মরণোত্তর দাদাসাহেব ফালকে পুরষ্কার পেলেন?
৩) তেজস্বিনী সাওয়ান্ত কোন খেলার সঙ্গে যুক্ত?
৪) বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে?
৫) জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা হিন্দি ছবির সন্মান পেল কোন সিনেমা?
উত্তর
১) The Protection of Children from Sexual Offences Act (শিশুদের যৌন নির্যাতনের বিরুদ্ধে শাস্তিমূলক আইন),
২) বিনোদ খান্না (৪৯তম দাদাসাহেব ফালকে পুরষ্কার প্রাপক),
৩) শ্যুটিং (আজ ৫০ মিটার রাইফেলে সোনা পেলেন),
৪) অজিত দোভাল,
৫) নিউটন (হিন্দি)।