১২ই এপ্রিল'১৮ #কারেন্ট_এফেয়ার্স_কুইজ

১) কোন ভারতীয় ব্যাডমিন্টন তারকা (পুরুষদের সিঙ্গেলস) বিশ্ব র‍্যাঙ্কিং-এ এক নাম্বার হলেন?
২) কমনওয়েলথ গেমসের আজকের আসরে কোন কোন ভারতীয় কুস্তিগীর সোনা পেলেন?
৩) ISRO-র উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
৪) পাঞ্জা সাহিব কাদের পবিত্র স্থান?
৫) জম্মু কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
৬) দশম প্রতিরক্ষা প্রদর্শনী (ডিফেন্স এক্সপো) কোথায় অনুষ্ঠিত হল?
উত্তর
১) কিদম্বি শ্রীকান্ত,
২) সুশীল কুমার (৭৪ কেজি ফ্রিস্টাইল) এবং রাহুল আওয়ারে (৫৭ কেজি বিভাগে)
৩) শ্রীহরিকোটা (আজ এখান থেকেই IRNSS-1 উৎক্ষেপণ করা হল)
৪) শিখদের (বর্তমানে পাকিস্তানে অবস্থিত, এখানে পাথরের গায়ে গুরু নানকের হাতের ছাপ আছে বলে বিশ্বাস করা হয়)
৫) মেহবুবা মুফতি,
৬) চেন্নাই।