সেরা দশটি জিকে-সেট ২
১) বাদামে কোন ভিটামিন থাকে?
ক) ভিটামিন সি
খ) ভিটামিন ডি
গ) ভিটামিন ই
ঘ) ভিটামিন কে
২) শ্রবণ ছাড়াও কানের গুরুত্বপূর্ণ কাজ কী?
ক) স্বাদ গ্রহণ
খ) শরীরের ভারসাম্য রক্ষা
গ) দিক নির্নয়
ঘ) ঘ্রাণ গ্রহণ
৩) 'রিপাবলিক' বইটি কার লেখা?
ক) অ্যারিস্টটল
খ) রূশো
গ) মেগাস্থিনিস
ঘ) প্লুটো
৪) ইমেল আইডি-র কটি অংশ বর্তমান?
ক) চারটি
খ) তিনটি
গ) দুটি
ঘ) পাঁচটি
৫) কোন বছর থেকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে?
ক) ১৯০০
খ) ১৯০১
গ) ১৯০২
ঘ) ১৯০৩
৬) প্রথম বাংলা সবাক চলচিত্রের নাম কী?
ক) আলম-আরা
খ) বিল্বমঙ্গল
গ) জামাইষষ্ঠী
ঘ) হরিশচন্দ্র
৭) www- এর পুরো নাম কী?
ক) world wide wind
খ) world wide web
গ) world wide wildlife
ঘ) work with wildlife
৮) ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে?
ক) বল্লভভাই প্যাটেল
খ) অটলবিহারি বাজপেয়ি
গ) মোরারজি দেশাই
ঘ) লা্লকৃষ্ণ আদবানি
৮) কোন হাইকোর্টে সবথেকে বেশি সংখ্যক বিচারপতি রয়েছেন?
ক) কলকাতা
খ) এলাহাবাদ
গ) মণিপুর
ঘ) পাটনা
১০) কোন বিজ্ঞানী কলকাতায় ম্যালেরিয়ার গবেষণা করে নোবেল পেয়েছিলেন?
ক) ইভান পাভলভ
খ) রবার্ট কথ
গ) পল এনরিচ
ঘ) স্যার রোনাল্ড রস
বিভিন্ন বিষয় থেকে বাছাই করা দশটি জিকে। নীচে উত্তর দেওয়া আছে।
১) বাদামে কোন ভিটামিন থাকে?
ক) ভিটামিন সি
খ) ভিটামিন ডি
গ) ভিটামিন ই
ঘ) ভিটামিন কে
২) শ্রবণ ছাড়াও কানের গুরুত্বপূর্ণ কাজ কী?
ক) স্বাদ গ্রহণ
খ) শরীরের ভারসাম্য রক্ষা
গ) দিক নির্নয়
ঘ) ঘ্রাণ গ্রহণ
৩) 'রিপাবলিক' বইটি কার লেখা?
ক) অ্যারিস্টটল
খ) রূশো
গ) মেগাস্থিনিস
ঘ) প্লুটো
৪) ইমেল আইডি-র কটি অংশ বর্তমান?
ক) চারটি
খ) তিনটি
গ) দুটি
ঘ) পাঁচটি
৫) কোন বছর থেকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে?
ক) ১৯০০
খ) ১৯০১
গ) ১৯০২
ঘ) ১৯০৩
৬) প্রথম বাংলা সবাক চলচিত্রের নাম কী?
ক) আলম-আরা
খ) বিল্বমঙ্গল
গ) জামাইষষ্ঠী
ঘ) হরিশচন্দ্র
৭) www- এর পুরো নাম কী?
ক) world wide wind
খ) world wide web
গ) world wide wildlife
ঘ) work with wildlife
৮) ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে?
ক) বল্লভভাই প্যাটেল
খ) অটলবিহারি বাজপেয়ি
গ) মোরারজি দেশাই
ঘ) লা্লকৃষ্ণ আদবানি
৮) কোন হাইকোর্টে সবথেকে বেশি সংখ্যক বিচারপতি রয়েছেন?
ক) কলকাতা
খ) এলাহাবাদ
গ) মণিপুর
ঘ) পাটনা
১০) কোন বিজ্ঞানী কলকাতায় ম্যালেরিয়ার গবেষণা করে নোবেল পেয়েছিলেন?
ক) ইভান পাভলভ
খ) রবার্ট কথ
গ) পল এনরিচ
ঘ) স্যার রোনাল্ড রস
১) ভিটামিন E
২) ভারসাম্য রক্ষা করা
৩) প্লেটো
৪) দুটি- ইউজার আই ডি, ডোমেইন নেম
৫) ১৯০১ সাল থেকে
৬) জামাইষষ্ঠী
৭) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
৮) সর্দার বল্লভভাই প্যাটেল
৯) এলাহাবাদ হাইকোর্ট
১০) স্যার রোনাল্ড রস