সেরা দশটি জিকে-সেট ৩
বিভিন্ন বিষয় থেকে বাছাই করা দশটি প্রশ্নের সংকলন। উত্তর নীচে দেওয়া আছে।
১। ভারতের প্রথম নগরসভ্যতা কোনটি?
ক) মেহেরগড়
খ) হরপ্পাসভ্যতা
গ) ভীমবেটকা
ঘ) কোনটিও নয়
২। মেগাস্থিনিস কার দূত ছিলেন?
ক) মিশরের ফ্যারাও
খ) চেঙ্গিস খান
গ) খলিফা
ঘ) সেলুকাস
৩। 'পথের পাঁচালী' সিনেমার সংগীত পরিচালক কে ছিলেন?
ক) ভি বালসারা
খ) সত্যজিত রায়
গ) পন্ডিত রবিশঙ্কর
ঘ) সলীল চৌধুরি
৪। অনিলা দেবী কার ছদ্মনাম?
ক) কামিনী রায়
খ) আশাপুর্ণা দেবী
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) অন্নদাশংকর রায়
৫। টাইটানিক জাহাজডুবি হয়েছিল কোন সালে?
ক) ১৯১০
খ) ১৯১১
গ) ১৯১২
ঘ) ১৯১৩
৬। কোন বাঙালি লেখক পেশায় চিকিৎসক ছিলেন?
ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ) জগদীশ চন্দ্র বসু
গ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদি
ঘ) প্রমথ চৌধুরি
৭। ওয়ান হানড্রেড ইয়ার অফ সলিচিউড- কার লেখা?
ক) ভি এস নইপাল
খ) গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
গ) লিও তলস্তয়
ঘ) পি বি শেলি
৮। দ্রোনাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
ক) খেলোয়াড়দের জন্য
খ) ম্যাচ রেফারিদের জন্য
গ) সফল কোচদের জন্য
ঘ) ধারাভাষ্যের জন্য
৯। গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল?
ক) ১৯৪৭ সালের ২৬ শা নভেম্বর
খ) ১৯৪৮ সালের ২৬ শা নভেম্বর
গ) ১৯৪৯ সালের ২৬ শা নভেম্বর
ঘ) ১৯৫০ সালের ২৬ শা জানুয়ারি
১০। 'প্রবাসী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) রামানন্দ চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বুদ্ধদেব ব অসু
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা
২। সেলুকাস
৩। পন্ডিত রবিশঙ্কর
৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫। 1912 সালে
৬। বলাইচাঁদ মুখোপাধ্যায়
৭। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
৮। সফল কোচদের জন্য
৯। ১৯৪৯ সালের ২৬ শা নভেম্বর
১০। রামানন্দ চট্টোপাধ্যায়