Top 10 GK Set-4

সেরা দশটি জিকে-সেট ৪

১। 'কসবা' কথার অর্থ কী?
২। 'যুক্তি তক্কো গপ্প' সিনেমার পরিচালক কে?
৩। মহাভারতের কোন নগর বর্তমানে দিল্লি বলে অনুমান করা হয়?
৪। লাফিং গ্যাস কোনটি?
৫। রাজ্যসভায় মনোনীত সদস্য কতজন?
৬। পেনিসিলিন কে আবিষ্কার করেন?
৭। ওয়ার এন্ড পিস - কার লেখা?
৮।  স্যার টমাস রো কত সালে জাহাঙ্গীরের সভায় এসেছিলেন?
৯। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে?
১০। PLO পুরো নাম কী?


১। শহরতলি
২। ঋত্বিক ঘটক
৩। ইন্দ্রপ্রস্থ
৪। নাইট্রাস অক্সাইড
৫। ১২ জন
৬।  আলেকজেন্ডার ফ্লেমিং
৭। লিও তলস্তয়
৮। ১৬১৫ সালে
৯। ট্রিগভি লি
১০। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন

Pages
1 2 3 4 5
6 7 8 9 10