১) ভারতের সর্বকনিষ্ঠ মেয়ে যিনি নেপালের দিক থেকে এভারেস্ট জয় করলেন, কী নাম তার?
২) মনিপুর হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করলেন?
৩) আগামী এক দশকের মধ্যে কোন শহরটি বিশ্বের জনবহুল শহর হবে বলে সম্মিলিত জাতিপুঞ্জের রিপোর্টে বলা হয়েছে?
৪) সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সভাপতি কে?
৫) ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ কোন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে?
৬) ৭১তম কান চলচ্চিত্র উৎসবে কোন অনুদৈর্ঘ্যের সিনেমাটি (শর্ট ফিল্ম) ভারত থেকে পাঠানো হয়েছে?
৭) ভারতের নৌবাহিনীর বর্তমান প্রধান কে?
উত্তর
১) শিবাঙ্গি পাঠক (বয়স ১৬, হরিয়ানার অধিবাসী)।
২) রামলিঙ্গম সুধাকর।
৩) দিল্লি।
৪) মিরোস্লাভ লাজচ্যাক।
৫) সাইক্লোন সাগর।
৬) রায়া (Raaya)।
৭) অ্যাডমিরাল সুনীল লাম্বা।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।