১) ভারতের দীর্ঘতম সুড়ঙ্গটি কোথায় নির্মিত হতে চলেছে?
২) খেলো ইন্ডিয়ার উদ্যোগে ভারতের প্রথম প্যারা-ন্যাশনাল গেম কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
৩) হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?
৪) কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীকে কোন সন্মান প্রদান করা হল?
৫) কোন সালের মধ্যে ভারত থেকে টি.বি নির্মূল করার সংকল্প করা হয়েছে?
উত্তর
১) জোজিলা টানেল, জম্মু ও কাশ্মীরের লে-তে (শ্রীনগর-লে জাতীয় সড়কের উপর ১৪কিমি দীর্ঘ এই সুড়ঙ্গের শিল্যান্যাস করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি)।
২) বেঙ্গালুরুতে।
৩) ভিক্টর অর্বান।
৪) TITAN Reginald F. Lewis Film Icon Award.
৫) ২০২৫ ।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।