২০শে মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) কান চলচ্চিত্র উৎসবে কোন ছবিটি সেরা সিনেমার স্বীকৃতি হিসেবে Palme d’Or পেল?

২) হিমালয় জয় করল ভারতের প্রথম বাবা-মেয়ে জুটি। কী নাম তাদের?

৩) কোন দেশ বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক শক্তিকেন্দ্র স্থাপন করল?

৪) হকি ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন?

৫) মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-র প্রথম মহিলা প্রধান হিসেবে কার নাম স্থির করা হয়েছে?

উত্তর

১) শপলিফটার্স (Shoplifters, জাপানের ছবি)।

২) অজিত বাজাজ এবং দিয়া বাজাজ।

৩) রাশিয়া।

৪) রাজিন্দর সিং।

৫) গিনা হ্যাস্পেল।

কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।