২১শে মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ২১শে মে ভারতে কোন বিশেষ দিন হিসেবে পালিত হয়?
২) সম্পূর্ণ মহিলা চালিত ভারতীয় নৌসেনার কোন জাহাজটি পৃথিবী পরিক্রমা করে দেশে ফিরে এল?
৩) ইতালিয়ান ওপেন কে জিতলেন?
৪) ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে কে পুনর্নির্বাচিত হলেন?
৫) পঞ্চম বারের জন্য ইউরোপীয় ‘গোল্ডেন শু’ জিতলেন কোন ফুটবল তারকা?


উত্তর

১) আতংকবাদ-বিরোধী দিবস (Anti-Terrorism Day, আজকের দিনেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হয়েছিলেন)।
২) INS তারিণী (এই অভিযানের নাম ছিল- নাবিকা সাগর পরিক্রমা)
৩) রাফায়েল নাদাল (আলেকজান্ডার জভেরেবকে হারিয়ে)।
৪) নিকোলাস মাদুরো (কার্যকাল- ৬ বছর)।
৫) লিওনেল মেসি।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।