২২শে মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) আজকের দিনটি (২২শে মে) কী দিবস হিসেবে পালিত হয়?
২) সম্প্রতি কেরালায় কোন ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে?
৩) সার্ক চলচ্চিত্র উৎসব কোথায় শুরু হল?
৪) জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রতিষ্ঠানের (NDMI) দক্ষিণ শাখাটি কোথায় নির্মিত হবে?
৫) বর্তমানে UNICEF-এর শুভেচ্ছাদূত কে?
৬) কে এবছর টি.কে.রামনাথন পুরষ্কার জিতলেন?
৭) নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ২২৬ বছরের ইতিহাসে প্রথম মহিলা প্রধান কে?


উত্তর
১) আন্তর্জাতিক  জীব বৈচিত্র্য দিবস।
২) NIPAH ভাইরাস।
৩) কলম্বোতে (এবছর অষ্টম বর্ষ, ২৬টি সিনেমা প্রদর্শিত হবে)।
৪) অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়াতে (শিল্যান্যাস করলেন মাননীয় উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
৫) প্রিয়াঙ্কা চোপড়া।
৬) প্রজ্ঞেশ গুনেস্বরণ।
৭) স্ট্যাসে ক্যানিংহাম।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।