নিপাহ ভাইরাস : কয়েকটি কথা

বিশেষ প্রতিবেদন- নিপাহ ভাইরাস
কেরালায় আতঙ্ক ছড়াচ্ছে নিপাহ ভাইরাস। এখনো পর্যন্ত ১১জন মারা গেছে। আসুন জেনে নেওয়া যাক এই ভাইরাস সম্পর্কে কিছু কথা।

প্রথম প্রাদুর্ভাব
১৯৯৮ সালে মালেশিয়ার কামপুঙ্গ সুঙ্গাই নিপাহতে প্রথম এই ভাইরাসের কথা জানা যায়, সেই কারণেই এই ভাইরাসের নামও নিপাহ।

কীভাবে ছড়ায়
সাধারণত বাদুড় থেকে (এবং কিছু ক্ষেত্রে শুকরের মল থেকে) এই ভাইরাস সংক্রমিত হয়।

লক্ষণ
১) অতিমাত্রায় জ্বর,
২) অসহ্য মাথা ব্যাথা,
৩) স্মৃতিশক্তি লোপ,
৪) পরবর্তী স্তরে রোগী কোমায় চলে যায় এবং মৃত্যু অনিবার্য।

চিকিৎসা
এখনো পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ওষুধ আবিষ্কৃত হয়নি।

মৃত্যুর হার
নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা ৭০ শতাংশ।