১) ১৭ই মে কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) স্বচ্ছ সর্বেক্ষণ ২০১৮-র সেরা শহর কোনটি?
৩) ভারতের কোন স্টেশন সম্পুর্ন সৌরশক্তি চালিত প্রথম রেল স্টেশন?
৪) কে কর্ণাটকের ২৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন?
৫) ভারতীয় রেল নারী নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা নিতে চলেছে?
৬) কোন দেশ মহিলাদের এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৮ জিতল?
৭) জাতীয় ভূবিজ্ঞান পুরষ্কার-২০১৭ (National Geoscience Award 2017) কে পেলেন?
উত্তর
১) ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে (World Telecommunication Day)।
২) ইন্দোর (দ্বিতীয়-ভোপাল, তৃতীয়- চন্ডীগড়)
৩) গুয়াহাটি।
৪) বি এস ইয়েদুরাপ্পা।
৫) প্যানিক বাটন বসানো হবে।
৬) ভারত (মালয়েশিয়াকে হারিয়ে)।
৭) ডঃ ভি. কুমারাভেল (যুব বিজ্ঞানীর পুরষ্কার পেলেন শিব শংকর গাঙ্গুলি)।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।