১) টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়লেন কোন ক্রিকেটার?
২) কোন বিখ্যাত শিল্পী এবছরের কালিদাস সম্মান পেলেন?
৩) মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলস খেতাব কে জিতলেন?
৪) ভারতের প্রথম 'খাদি মল' কোথায় তৈরি হতে চলেছে?
৫) কোন প্রতিষ্ঠানটি ভারতের সেরা দন্ত চিকিৎসালয়ের পুরষ্কার পেল?
৬) ন্যাশনাল মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ এওয়ার্ড ২০১৮ কে পেলেন?
৭) হায়দ্রাবাদ হাইকোর্টের মুখ্য বিচারপতি কে হলেন?
৮) অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স ২০১৮ কে জিতলেন?
উত্তর
১) অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৭৬ বলে ১৭২ রান)।
২) অঞ্জলি ইলা মেনন।
৩) লি চং ওয়েই।
৪) ঝাড়খণ্ডে।
৫) মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স।
৬) মিলন শংকর তারে।
৭) টি বি এন রাধাকৃষ্ণান।
৮) ম্যাক্স ভারস্ট্যাপেন।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।